প্রকাশিত: Wed, Dec 27, 2023 10:07 PM
আপডেট: Sat, Dec 6, 2025 10:07 PM

[১] ঋণ খেলাপিরা রাজনীতিতে আসছে সম্পদ বাড়াতে: সোহেল তাজ

হাসিব খান: [২] গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদকে ঈঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে আসছেন ঋণ খেলাপি করে অসৎ উপায়ে টাকা উপার্জন করতে। এটা দেশের জন্য বড় অশনি সংকেত। 

[৩] বুধবার কাপাসিয়ার টোকে নৌকার প্রচারণায় নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

[৪] তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ;রাজনীতি কখনও হতে পারে না নিজেকে অর্থশালী করা। এরআগে টোক সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোন সিমিন হোসেন রিমির নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য দেন তিনি।

[৫] গাজীপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমির সঙ্গে নির্বাচনী মাঠে লড়ছেন ঈগল প্রতীকের প্রার্থী শিল্পপতি আলম আহমেদ। এছাড়া জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ,বাংলাদেশ কংগ্রেসের রয়েছে আরো ৫ জন প্রার্থী। এখানে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। সম্পাদনা: ইকবাল খান